সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
সরকারি গাছ কাটার অপরাধে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০, ৫:১২ পিএম |

লালমনিরহাটে রাস্তার দু’ধারের সরকারি গাছ কাটার অভিযোগে মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি বাদশা মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর থেকে তাকে আটক করা হয়। 

বাদশা মিয়া উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উপজেলার আকবর মন্ডলের ছেলে। তিনি মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, অনুমোদন ছাড়াই শুক্রবার সকালে যুবলীগ নেতা বাদশা মিয়া সড়কের দুপাশের বেশ কয়কটি ইউক্যালিপিটাস গাছ কেটে ফেলেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়াকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি দেখে সহযোগিরা পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সরকারি গাছ কাটার অপরাধে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com