শিরোনাম: |
সরকারি গাছ কাটার অপরাধে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
লালমনিরহাটে রাস্তার দু’ধারের সরকারি গাছ কাটার অভিযোগে মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি বাদশা মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর থেকে তাকে আটক করা হয়। বাদশা মিয়া উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উপজেলার আকবর মন্ডলের ছেলে। তিনি মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, অনুমোদন ছাড়াই শুক্রবার সকালে যুবলীগ নেতা বাদশা মিয়া সড়কের দুপাশের বেশ কয়কটি ইউক্যালিপিটাস গাছ কেটে ফেলেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়াকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি দেখে সহযোগিরা পালিয়ে যায়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সরকারি গাছ কাটার অপরাধে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |