ঢাকায় অব¯’ানরত কোটালীপাড়াবাসীর প্রাণের সংগঠন ঢাকা¯’ কোটালীপাড়া যুব পরিষদ (ঢাকযুপ) এর ছয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ০৪ জানুয়ারী ২০২০ তারিখে অনুষ্ঠিত সভায় রেজাউল করিম বিশ্বাস কে আহবায়ক এবং মাহফুজ সিকদার (চ ল) কে যুগ্ম আহবায়ক এবং তুষার মধু কে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন - মোঃ লাভলু শেখ, মাসুদা খানম এবং শেখ আব্দুল আজিজ। সভায় সর্বসম্মতিক্রমে পূর্ব কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের উদ্যোক্তা, উপদেষ্টামন্ডলী ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, মাহবুব আহমেদ, রুবেল মাহমুদ, ড. অপূর্ব রুদ্র, মেহেবুব মোর্শেদ (রুমন), রতন রয়, আব্দুল হালিম, গাজী ইমরান, মিরাজ মিয়া, নাহিদ মোর্শেদ (শুভ), আমিনুল ইসলাম, জুয়েল বিশ্বাস, আমিনুল ইসলাম লিটন, মামুন মিয়া, নীলু খানম, নাদিম সিকদার, লিটন রয় দীপক, তাপস রয়, রাশেদ মাহমুদ চপল, শংকর গাইন, সাইফুল ইসলাম (রুবেল), শুভাগত চৌধুরী উজ্বল, অসীম কুমার বৈরাগী, মশিউর রহমান, ইউসুফ মিল্টন, পলাশ শাহ্, প্রমুখ।
|