শিরোনাম: |
বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত পুলিশ জানায়, শোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুুরুষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। |