বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
ছেলের বিয়ের জন্য কনে দেখে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত মা ও চাচি।
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০, ১০:৪৩ এএম |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছেলের বিয়ের জন্য কনে দেখে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন ছেলের মা ও চাচি। সোমবার, ১৩ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার-চান্দগ্রাম সড়কে কারটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ছেলের মা সোফানা আক্তার (৪৫) ও চাচি শিউলি আক্তার (৫৫)। সোফানা আক্তার উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নুর আহমদের স্ত্রী। আর শিউলি আক্তার নুরের বড় ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নুর আহমদের বড় ছেলে ইফতেখার চৌধুরীর জন্য দুপুরে কনে দেখতে যান নুর আহমদের ছোট ভাই তোফায়েল আহমদ, ভাবি শিউলি ও স্ত্রী সোফানা। কনে দেখে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে আছুরিঘাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিউলি ও সোফানা মারা গেছেন। আর আহত তোফায়েল হাসপাতালে চিকিৎসাধীন।

কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com