শিরোনাম: |
স্ত্রী ও শাশুড়িসহ পরিবারের চার সদস্যকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রোববার ভোরে স্ত্রী ও শাশুড়িসহ পরিবারের চার সদস্যকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর শাহাবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সূত্র : ইউএনবি।
|