বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
ইব্রাহীম খলীলের লিভার ক্যান্সার, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০, ১১:৩৫ এএম |

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ:  ইব্রাহীম খলীল (৪২) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তার এক মেয়ে এক ছেলে ও স্ত্রী রয়েছে। মুন্সীগঞ্জ শিলমন্দি ভাড়া বাসায় বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। 

২০১৯ সালে হঠাৎ অসু¯’ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে চিকিৎসা করে পেটে টিউমার হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা পরে। পরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার গুরুতর ব্যাধীতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক্তারগণ। পরে ভারতে চিকিৎসা করার জন্য রেফার করেন। প্রায় এক মাস যাবৎ ভারতে চিকিৎসাধীন অব¯’ায় রয়েছেন। ভারতে পরীক্ষা নিরীক্ষা করে লিভার ক্যান্সার হয়েছে এবং তার অব¯’া খুবই গুরুতর বলে ধরা পরে। চিকিৎসকগণ জানিয়েছেন কমপক্ষে ৫ লক্ষ টাকা প্রয়োজন হবে তার এই রোগ থেকে সেরে উঠতে। লিভারে দুটি ছিদ্র হয়ে গেছে। দুটি ছিদ্র বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিভারের ফুলা অংশ কমলেই অপারেশনে যেতে পারবে। 

তার পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হ”েছ না। তাই দেশের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, মুন্সীগঞ্জ শাখার একাউন্ট নাম্বার ৪৩৮৬৯ ও ইব্রাহীম খলীলের ছোট ভাই শামসুল হক মোবাইল নম্বর ও বিকাশ নম্বর- ০১৭২৬৭৩৮৩৩২।  






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com