বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম: বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইন্টারন্যাশনাল ইসলামী ডেবিট কার্ড চালু       ফেঞ্চুগঞ্জের তজমুল আলী চত্বরে এমপি হাবিবের পক্ষে ইফতার বিতরণ       মিনিস্টারের ‘শত কোটি টাকার ঈদ উপহার’ অফারে একটি রেফ্রিজারেটর কিনে আরও একটি রেফ্রিজারেটর ফ্রি পেলেন মোঃ আসাদুজ্জামান সুমন       গ্যালাক্সি এ১৫ ৫জি - দুর্দান্ত সব ফিচার ও অসাম ডিসপ্লে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে       মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে       আইসিএসবি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত      
একুশে গ্রন্থমেলার ২০২০-এর উদ্বোধনী প্রথম দিনে প্রকাশ শতাধিক বই
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৩:১৩ পিএম আপডেট: ০৩.০২.২০২০ ৩:৩৯ পিএম |

 বঙ্গবন্ধুর লেখা তৃতীয় স্মৃতিকথামূলক গ্রন্থ। রোববার বিকালে অমর একুশে বইমেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।মোড়ক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ সালে তরুণ রাজনৈতিক নেতা হিসেবে পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করেন।এরপর ১৯৫৪ সালে কারাগারে থাকাকালীন স্মৃতিনির্ভর নয়াচীন কাহিনি লেখেন তিনি। 

বইটিতে অসাম্প্রদায়িক ভাবাদর্শ, নিজ দেশকে গড়ার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে। এগুলো মেলায় এসেছে। যদিও মেলার স্টল নির্র্মাণ এবং স্থাপনের কাজ এদিন শেষ হয়নি। বরং প্রাঙ্গণজুড়ে চলছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাজানো-গোছানোর কাজকর্ম। ভাষার মাসের প্রথম দিন ১ ফেব্রুয়ারির পরিবর্তে এবার ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে গ্রন্থমেলা। বিকালে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি এবারের মেলা উৎসর্গ করা হয়েছে। যার কারণে এ বছরের মেলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মুজিববর্ষকে কেন্দ্র করে মূল মঞ্চের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টল ও প্যাভিলিয়নের ডিজাইনসহ এবারের মেলার সবকিছু জুড়ে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি বই প্রকাশ করছে বাংলা একাডেমি। এর মধ্যে এবারের মেলাতেই প্রকাশ হবে ২৫টি। মেলা উদ্বোধনের পর বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তরে লেখক ও পাঠকদের আনাগোনা শুরু হয়। তবে বিগত বছরগুলোর প্রথম দিনের মতো এবার মেলার প্রথম দিনে বইপ্রেমীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। আজ সোমবার দ্বিতীয় দিনে মেলা অনেকটা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন বেশ কয়েকজন প্রকাশক। অন্যদিকে মেলা শুরু হলেও বরাবরের মতো এবারও সব স্টল ও প্যাভিলিয়নের কাজ শেষ করতে পারেনি প্রকাশকরা। প্রায় ২০টির মতো প্রকাশনী প্রথম দিনেও তাদের প্রকাশনা প্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ করতে পারেনি। অন্যদিকে লিটল ম্যাগ চত্বরের স্টলগুলোর কার্যক্রম এখনো শুরু হয়নি। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চটিকেও এখনো প্রস্তুত করা হয়নি। গোছানো ও পরিপাটি মেলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলেও বাংলা একাডেমি বিগত বছরগুলোর মতো এবারও তাদের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৮ লাখ বর্গফুট জায়গার বিস্তৃত পরিসরে শুরু হয়েছে এবারের মেলা।

নতুন বই : মেলার প্রথম দিনে গতকাল প্রায় শতাধিক বই প্রকাশ হয়েছে। এর মধ্যে হাসান আজিজুল হকের ‘আমার রবীন্দ্রযাপন, চন্দন আনোয়ারের ‘সেলিনা হোসেনের সাহিত্যকীর্তি’, সুজাত মনসুরের ‘মুজিব মানে মুক্তি : বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব’, পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে স্বকৃত নোমানের ‘বানিয়াশান্তার মেয়ে’, পিয়াস মজিদের ‘গোলাপের নহবত’, সৈয়দ মনজুরুল ইসলামের ‘উপন্যাস ত্রয়ী’, হক ফারুক আহমেদের ‘শহরে দেবশিশু’, অন্যপ্রকাশ থেকে সুমন্ত আসলামের ‘যদি কখনো’, সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ অন্যতম।

আজকের অনুষ্ঠান : আজ সোমবার মেলার দ্বার উন্মোচন হবে বিকাল ৩টায় আর  শেষ হবে রাত ৯টায়। দ্বিতীয় দিনের আয়োজনে বিকালে নয়াচীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করবেন ড. ফকরুল আলম এবং কবি তারিক সুজাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।






আরও খবর


Chief Advisor:
A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury
Sub-Editor: S N Yousuf

Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614
E-mail :[email protected], [email protected], Web : www.71sangbad.com