শিরোনাম: |
পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির কমিটি গঠন মানষ সভাপতি ও আরিফুল সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() আশুতোষ রায় (মানষ) সভাপতি ও আরিফুল ইসলাম সম্পাদক পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির কমিটি গঠন পিরোজপুর জেলা সদরে গত ২ ডিসেম্বর পিরোজপুর রোজ গার্ডেন রেষ্টুরেন্ট মিলানায়তনে বিকেলে সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যগনদের মতামতে আশুতোষ রায় (মানষ) সভাপতি, আরিফুল ইসলাম-কে সাধারন সম্পাদক করে ১১ সদদ্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি গঠন গঠিত হয়েছে। এছাড়াও কার্য-নিবার্হী কমিটিতে স্থান পেযয়েছেন ফাইজুল তালুকদার-সহ সভাপতি, মোসাঃ সোনিয়া আক্তার-যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ মিরাজুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক, কাজী মাহাবুব মোরশেদ-অর্থ বিষয়ক সম্পদক, মোঃ রুবেল- দপ্তর সম্পাদক এবং মোঃ তরিকুল ইসলাম শেখ, মোঃ নাছিম মাহামুদ, মোঃ জুয়েল সিকদার ও অপূর্ব দাস-কে নির্বাহী সদস্য হিসাবে কমিটিতে রয়েছেন। অপর দিকে সংগঠনটিতে উপদেষ্টা মন্ডলী হিসাবে স্থান পেয়েছেন শাহাজাহান খান তালুকদার, এ্যাডঃ-এম শাহ আলম, এ্যডঃ-আহসানুল কবির বাদল, রমা রানী সাহা, ডা. এস দাস, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোঃ মহিউদ্দিন আহম্মেদ, এ্যাডঃ-শারমীন সুলতানা লুনা ও দীপ্তি শিখা দাস প্রমুখ। |