বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
পিরোজপুরে বৈদেশিক কর্মসংস্থানের প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:০২ পিএম আপডেট: ১১.০২.২০২০ ৪:০৯ পিএম |



 
জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই, এই শ্লোগানেকে সামনে রেখে পিরোজপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে,

 আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের 
 আয়োজনে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে রিসোর্স পারসোন হিসেবে সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শাহীনা ফেরদৌস। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর সার্কেল আহমাদ মাঈনুল হাসান, নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসিন খন্দকার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোঃ মাহমুদ হোসেন, প্রেসক্লাব সভপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, পৌর প্যানেল মেয়র মিনারা মাহাবুব, এসএম পারভেজ, জহিরুল হক টিটু, শিরিনা আফরোজ, হাসান মামুন, হাসিবুল ইসলাম হাসান, প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী এশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার মানুষকে দক্ষ করে গড়ে তুলে সঠিকভাবে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরিকরণ বিষয়ে আলোচনা হয়। বর্তমান বিশ্বের ১৭৩ টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তারা বছরে গড়ে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলার রেমিটেন্স দেশে প্রেরণ করেন যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। প্রবাসে অসুস্থ্য হলে একজন বৈধ্যভাবে গমনকারী কর্মীকে চিকিৎসা বাবদ ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। প্রবাসে কেউ মৃত্যুবরণকারী কর্মীর লাশ পরিবহন খরচ ও দেশে সৎকারের জন্য নগদ ৩৫ হাজার টাকা এবং মৃত কর্মীর ওয়ারিশকে ৩ লাখ টাকা পর্যন্ত সাহায্য মন্ত্রনালয় থেকে দেয়া হচ্ছে। 
এসময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিদেশের ভাষা শিক্ষা, কারিগরী প্রশিক্ষণ গ্রহণ, ব্যাক ঋণ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। পরে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক কয়েকটি নাটিকা দেখানো হয়।

 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com