২১ ফেব্রুয়ারিতে টেলিভিশন নাট্যকার সংঘের শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে টেলিভিশন নাট্যকার সংঘ। ২১ ফেব্রুয়ারির প্রভাতফেরীতে এ শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক এজাজ মুন্না, সহ সভাপতি চয়নিকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক স্বাধীন শাহ্, অর্থ সম্পাদক আহ্সান আলমগীর, তথ্যপ্রযুক্তি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জিনাত হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, কার্যকরী সদস্য জাকির হোসেন উজ্জল, নাট্যকার এসএ হক অলিক, অসীম রায়, জুয়েল কবির, রতন সিদ্দিকী সহ আরো অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সকলে ব্যানার ও ফুল নিয়ে পলাশী হয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।
৭১সংবাদ ডট কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।