শিরোনাম: |
পিরোজপুরে মহান একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম । এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান পক্ষে লিটন সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক , আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন স্কুল ও কলেজ, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটিকে কেন্দ্র করে নেয় হয় বাড়তি পুলিশী নিরাপত্তা ।
|