শিরোনাম: |
ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভ’মি) জহিরুল ইসলামের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় সুগন্ধা নদী তীরে অবৈধভাবে গড়ে তোলা ১৬টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করে। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইন, পনি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল উপস্থিত ছিলেন। ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।’ উল্লেখ্য ইতিপুর্বেও ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় কিন্তুু কয়েকটি অভিযান করেই থেমে যায় উচ্ছেদ অভিযান। তখন সচেতন মহলে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছিলো। তাই রাঘব বোয়ালদের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে কি ?এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন ।
|