সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
চাঁপাইনবাবগঞ্জে দল বেঁধে ধষর্নের ঘটনায় গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৭ পিএম |

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দু’কিশোরী গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২), একই এলাকার মুকুল আলীর ছেলে আব্দুল মালেক (২৬) ও মৃত ফারুকের ছেলে সিফাত আলী (১৯)।

এদিকে শনিবার আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাসমুল আলম শাহ জানান, গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের ১৭ ও ১৮ বয়সী ২ কিশোরী নয়ালাভাঙ্গা ইউনিয়নের ধাপাপাড়াস্থ নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় বখাটে শরিফুল ইসলাম, আব্দুল মালেক ও সিফাত আলীসহ ৫ বন্ধু মিলে তাদের কাছে এগিয়ে আসে। বখাটেরা ওই কিশোরীদের ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ধর্ষিতারা তাদের পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে এক পরিবারের পক্ষ থেকে শুক্রবার শিবগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলার অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com