বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২০, ৪:৪৩ পিএম |

পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

পিরোজপুরের সাবেক এমপি আবদুল আউয়ালের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন অনুসন্ধানের তালিকায়।

তাদের সম্পদের তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের উপ-পরিচালক আলী আকবরকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার কমিশন থেকে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

এর আগে দুদকের এই কর্মকর্তা বাদী হয়ে আবদুল আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা করেন। এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে পিরোজপুরের বিভিন্ন স্থানে সরকারি জমি দখল, ওই জমিতে অনুমোদনহীন রিসোর্ট নির্মাণ, ভুয়া লোক দিয়ে জমি দখল ও আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়।

সম্প্রতি তিন মামলায় পিরোজপুরের জেলা জজ আবদুল মান্নান আবদুল আউয়াল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। এই নির্দেশের পরই আউয়ালের সমর্থকরা শহরে তাণ্ডব চালান। রাস্তায় ব্যারিকেড দেন। দোকানপাট বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা পিরোজপুর অচল হয়ে পড়ে।

এ অবস্থায় সরকার পিরোজপুরের জেলা জজ আবদুল মান্নানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তার স্থলে আরেকজন বিচারককে ভারপ্রাপ্ত জেলা জজের দায়িত্ব দিয়ে তার মাধ্যমে জামিন আদেশ দেয়া হয়। এ নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়।

এটি বিচার বিভাগের ওপর এক ধরনের হস্তক্ষেপ বলে মনে করেন অনেকে। যদিও আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, রূঢ় আচরণের কারণে বিচারককে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযোগ কোনো বিচারকের বিরুদ্ধে উত্থাপিত হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার বিধান আছে। কিন্তু সেটি এ ক্ষেত্রে মানা হয়নি।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com