শিরোনাম: |
রাজাপুর সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ সিরাজুল ইসলাম দুলাল ইন্তেকাল
খলিলুর রহমান,রাজাপুর(ঝালকাঠি), ৭১ সংবাদ ডট কম :
|
" align= রাজাপুর সদর নিবাসী সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ সিরাজুল ইসলাম দুলাল(৪৮) মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে.....রাজিউন)। আজবুধবার বাদ আছর রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।জানাযা শেষে দক্ষিন রাজাপুরে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। অপরদিকে ৭১ সংবাদকে রাজাপুর উপজেলা তাতীঁলীগের (জেলা নেতা)জাহিদুল ইসলাম বলেন,রাজাপুর উপজেলায় মানুষ, এক জন গুনি ও সৎ সাহসী সমাজ সেবক, রাজাপর উপজেলা
ছাএলীগের সাবেক সভাপতি,সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা আওয়ামী
লীগের প্রচারসম্পাদক আমার ভাই, সিরাজুল ইসলাম দুলাল ভাই কে হারাল,এর
মৃত্যুতে আমরা গভীর শোকাহত, তার আত্তার মাগফেরাত কামনা করি, আল্লাহ পাক
তাকে জান্নাতবাসী করুক আমিন।তিনি রাজাপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ![]() Image may contain: 1 person, smiling, meme and text অপরদিকে রাজাপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষে দেয়া এক বানীতে বলেন,শোক সংবাদ রাজাপুর আওয়ামীলীগ নেতা দুলাল আর নেই। জানাজা আজ বিকাল ৫ টায়।ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শহরের রাজাপুর পাইলট স্কুল মাঠের
দক্ষিন প্রান্তের নিবাসী মরহুম আব্দুল মন্নান হাওলাদারের এর মেঝ ছেলে ও
রাজাপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা ছাএলীগের
সাবেক সভাপতি, এক কন্যা সন্তানের জনক জননন্দিত মোঃ সিরাজুল ইসলাম ওরফে
দুলাল(৪৫)হৃদরোগে চিকিৎসাধীন অবস্হায় বরিশাল শেবাচিম হাসপাতালে১৭ মার্চ
দিবাগত রাত গতকাল ১১ঘটিকায় ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাহী রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে
আসে।নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে আসে।সকলের প্রানপ্রিয় মানুষটিকে হারিয়ে
কেঁদে মুর্ছনা খাচ্ছে, রাজাপুরে আওয়ামীলীগের উৎ্থানের কিংবদন্তি অনন্য
ব্যক্তিত্ব। মরহুমের জানাজার নামাজ আজ ১৮ মার্চ বিকাল ৫.০০ ঘটিকায়
রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুস্ঠিত হবে।জানাজার পরে তাকে গ্রামের
বাড়ি দক্ষিন রাজাপুর পারিবারিক কবর স্হানে তার পিতার কবরের পাশে দাফন করা
হবে বলে জানিয়েছেন জেস্ঠ্য ভ্রাতা মোঃ নজরুল ইসলাম চাঁন। তার মা,৩ ভাই,
স্ত্রী, কন্যা,রেখে যান। মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছে রাজাপুরের সকল রাজনীতিক ব্যাক্তি ও জনসমাজসহ সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ী,খেলোয়ারগন।তিনি এক সময় বিএনপির ছাত্রদলের সভাপতি ছিলেন বলে আংগারিয়া মনিরুজ্জামান মনির তালুকদার জানান।তার মাঝে সকলের ভালবাসা ছিল,তিনি উপজেলায় ফুটবল মার্কায় নির্বাচন করেছেন। অ্যাম্বাসেডর কার্যালয়, ঝালকাঠি-১ এমপি মহোদয় এমপি বিএইচ হারুন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের পরিবারকে ধৈর্য্য ধারন করার জন্য দোয়া কামনা করেন। |