শিরোনাম: |
তামিম ইকবালের যেসব প্রিয়-অপ্রিয়
![]() |
![]() তামিম জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশ সেরা এ ওপেনারের ৩১তম জন্মদিন ছিল শুক্রবার। চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্ম নেয়া তামিম ইকবালের বিশেষ একটি সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেটের জনপ্রিয় একটি ওয়েবসাইট ক্রিকইনফো। প্রশ্ন: চট্টগ্রামে মধ্যাহ্ন ভোজের প্রিয় জায়গা? তামিম: দম ফুক। প্রশ্ন: আপনি বানাতে পারেন এমন সবচেয়ে সুস্বাদু খাবার কোনটি? তামিম: স্মুদি। প্রশ্ন: বাংলাদেশের পর কোন দেশের বিরিয়ানি সেরা? তামিম: ভারতের। প্রশ্ন: কঠোর ডায়েট মেনে চলার সময় কোন খাবারটা বেশি খেতে ই”ছা করে? তামিম: মুরগির রোস্ট। প্রশ্ন: বাংলাদেশের কোন ক্রিকেটার সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকেন? তামিম: সবাই। প্রশ্ন: মোবাইল ফোনের কোন অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন? তামিম: হোয়াটসঅ্যাপ। প্রশ্ন: সব ড্রেসিংরুমে বিনোদনের কোন উপকরণ যোগ করতে চান? তামিম: সঙ্গীত। প্রশ্ন: আপনাকে নিয়ে যদি সিনেমা বানানো হয়, নিজের চরিত্রে কাকে দেখতে চাইবেন? তামিম: সালমান খান। প্রশ্ন: এমন কোনো বিখ্যাত মানুষ আছেন যে কোনো কিছুর বিনিময়ে যার সঙ্গে দেখা করতে চান? তামিম: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রজার ফেদেরার। প্রশ্ন: টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের সময় দুই বলের ফাঁকে কী করতে পছন্দ করেন? তামিম: সৌম্যর সঙ্গে কথা বলতে। প্রশ্ন: অনুশীলনের কোন বিষয়টা সবচেয়ে অপছন্দ? তামিম: আমি ওয়ার্ম-আপ ঘৃণা করি। প্রশ্ন: আউট হওয়ার সবচেয়ে বাজে উপায় কোনটি? তামিম: রানআউট। প্রশ্ন: ছুটি কাটানোর প্রিয় জায়গা? তামিম: লন্ডন। প্রশ্ন: ভিড় তৈরি না করে কখনও জনসমাগমে মিশে যাওয়ার চেষ্টা করেছেন? তামিম: হ্যাঁ, পরিচয় গোপন করে। প্রশ্ন: নদীতে সাঁতার প্রতিযোগিতায় মাশরাফিকে হারাতে পারবেন? তামিম: সুযোগই নেই। প্রশ্ন: ব্যাটিংয়ে নামার সময় কোন গান শুনতে ভালো লাগে? তামিম: সঙ্গীতের বড় ভক্ত নই আমি। প্রশ্ন: বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা কী বেশি শান্ত? তামিম: তারা বেশি দায়িত্বশীল। প্রশ্ন: টিভিতে খেলা দেখার সময় স্টাম্প মাইক্রোফোনে কার কথা শুনতে ভালো লাগে? তামিম: মহেন্দ্র সিং ধোনির। প্রশ্ন: বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা কী বেশি শান্ত? তামিম: তারা বেশি দায়িত্বশীল। প্রশ্ন: ক্যাচ মিসের পর বাংলাদেশের কোনো বোলারের প্রতিক্রিয়া অনুকরণ করে দেখাতে পারবেন? তামিম: তাসকিনের হাতে ভাঁজ করে ফেলা। |