শিরোনাম: |
পিরোজপুরে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি ঘর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার মঠবাড়িয়া থঅনা পুলিশ। নিহতরা হলো মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের পুত্র অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), আয়নাল হক হাওলাদারের স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের সন্তান আসফিয়া ইসলাম (৩)। স্থানীয়রা জানান, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশের মাটির সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে এবং অটোচালক আয়নাল, তার স্ত্রী খুকুমনি তাদের সন্তান আসফিয়া ইসলামকে হত্যা করে ঘরের আড়ার খুটির সাথে ঝুলিয়ে রেখে যায়। প্রাথমিক ভাবে এ ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করছে স্থানীয়রা। মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, তিনি ঘনটাস্থলে আছে পরে বিস্তারিত জানাবে।
|