মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ চৈত্র ১৪৩০
শিরোনাম: বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা       ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ওয়ালটন এসি কিনে রয়েছে ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার সুযোগ        বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব       ভূমধ্যসাগরে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু       জনপ্রশাসন মন্ত্রণালয় জানাল, ঈদের ছুটি কত দিন        আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত       ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত      
ভারত থেকে আসা পানিতে যশোরের শার্শা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৬:৩০ পিএম |

ভারত থেকে আসা পানিতে ইছামতি নদী উপচে যশোরের শার্শা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েকশ' হেক্টর জমির আউশ আমনসহ সবজিক্ষেত ডুবে গেছে।


স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে ইছামতি নদীর পানি বাড়ছে। এই পানি রুদ্রপুর খাল দিয়ে ঢুকে শার্শার দক্ষিণাঞ্চলের মাঠ-ঘাট ভাসিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করেছে। দক্ষিণের কায়বা, গোগা, বাগআঁচড়া, উলাশী ও পুটখালী ইউনিয়নের বিল অঞ্চল তলিয়ে ভেসে গেছে জমির ফসল। বিশেষ করে ইছামতি নদী খনন না করায় পলি জমে নদী ভরাট হয়ে পানি বাংলাদেশে ঢুকে পড়ছে।

কায়বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, কায়বার ঠেঙামারী, আওয়ালী ও গোমর, ডেয়ো ও মহিষা বিলের আশপাশের প্রায় ৩৫০ হেক্টর জমি এ বছর পানিতে তলিয়ে গেছে। এতে আউশ, আমন, সবজিসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে আজ দুপুরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দাদখালি খালসহ বেশ কয়েকটি স্থান থেকে বাঁধ অপসারণ করা হয়েছে। অবৈধভাবে বাঁধ দেয়ার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে বেশ কয়েকজনকে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা শৌতম কুমার শীল জানান, ইছমতি নদীটি খনন না করায় বর্ষায় প্রতি বছর ভারত থেকে আসা পানিতে উপচে বাংলাদেশে ঢুকে পড়ে উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এজন্য দাদখালি খালের ওপর নির্মিত স্লুইস গেটটি মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।






আরও খবর


Chief Advisor:
A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury
Sub-Editor: S N Yousuf

Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614
E-mail :[email protected], [email protected], Web : www.71sangbad.com