শিরোনাম: |
বাগেরহাটের মোড়েলগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ হাওলাদার ও নিহত মফিজুলের ভাই তাইজুল সরদারের বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময়ে মফিজুল সরদার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে রওনা হন। মসজিদের কাছে আগে থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা মফিজুলকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মফিজ চিৎকার করে দৌঁড়ে গিয়ে মসজিদের মেঝেতে ঢলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মফিজুল ২ কন্যার জনক। এ ব্যাপারে বলেন, ব্যবসায়ীক শত্রুতার কারণে মফিজকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
|