মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯
শিরোনাম: রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন : বাংলাদেশ ন্যাপ       বাংলাদেশ এগিয়ে যাওয়ার গল্প নিয়ে হার্ভার্ডে গোলটেবিল আলোচনা        সড়ক দুর্ঘটনা: প্রাণহানিতে রাষ্ট্র নির্বিকার ..........আ স ম রব        জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে থাকছে       দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সৈয়দপরে : মির্জা ফখরুল        বঙ্গবন্ধু হত্যার বৈধতা দিয়েছিল বিএনপি: শ ম রেজাউল করিম       ইবিতে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানো' শীর্ষক কুইজ প্রতিযোগিতা       
জমি সংক্রান্ত বিরোধের জের,
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৫:১১ পিএম |

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে মারধর করে আহত করার পর প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে অগ্নিসংযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল উত্তরপাড়া গ্রামে (সরকার মহল্লায়) এ ঘটনা ঘটে। এতে ভূক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।


স্থানীয়রা জানায়, ওই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ ফারুক (৩২)ও প্রতিবেশি মৃত নান্দু বেপারীর ছেলে সোরহাবের (৫৫) পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতোপূর্বেও বসতবাড়ির বিরোধপূর্ণ সীমানা নিয়ে কয়েকবার মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বিচারে আপস মিমাংসাও হয়েছে। থানা পুলিশ মিংমাসা কার্যকর করতে মুচলেকাও নিয়েছেন। তারপরেও বিরোধ বেড়েই চলছে। সর্বশেষ গত বৃহস্পতিবার গৃহকর্তা সোরহাব তার লোকজন নিয়ে ফারুকের বাড়িতে ঢুকে তাদের ফলজ গাছ কেটে ফেলে। এতে ফারুকের ছোট বোন কাঞ্চনমালা (২৪) বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে। ওই সময় বড় বোন ফুলমালা (৩৮) এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় দু‘বোনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বড় বোন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ছোট বোন কাঞ্চনমালা এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মোঃ ফারুক সোরহাবসহ ৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন।



এদিকে ঘটনার দিবাগত রাতেই সোরহাব ও তার লোকজন ঘটনাটি ভিন্নখাতে প্রবাহে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দিয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূল রহস্য উদঘাটন করেন। ভুক্তভোগী মোঃ ফারুক বলেন, ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময় আমি বাড়িতে না থাকার সুযোগে সোরহাব ও তার পরিবারের লোকজন আমার বোনদের ওপর মাঝে-মধ্যেই জুলুম-অত্যাচার করে।
অভিযুক্ত সোরহাব ও তার ছেলে রবিউলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।


 
স্থানীয় ইউপি মেম্বার দেওয়ান মোঃ নিবুর বলেন, চেয়ারম্যানের মধ্যস্থতায় দু‘পরিবারের মধ্যে সীমানা সংক্রান্ত সমস্যাটি একাধিকবার মিমাংসা করে দেয়া হলেও সোরহাব তা মানেনি। ফারুকের বাড়িতে পুরুষ লোক না থাকায় মহিলারা এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরের শিকার হন। তার পরেও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি জানান।


এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার এসআই মোঃ মনোহর বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দিনে দুই নারীকে মারধরের ঘটনা সত্য। কিন্তু রাতে অগ্নিসংযোগের ঘটনা সাজানো। উভয় পরিবারই পরস্পর আত্মীয় ও প্রতিবেশি হওয়ায় স্থানীয়রা মিমাংসার উদ্যোগ নিয়েছেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






আরও খবর


Chief Advisor:
A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury
Sub-Editor: S N Yousuf

Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614
E-mail :[email protected], [email protected], Web : www.71sangbad.com