শিরোনাম: |
এক কেজি গাঁজাসহ দুই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নীলপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জাবের হাওলাদার (৩০) উপজেলার বাদুরতলী গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে ও ফারুক হাওলাদার (২৫) একই এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানা পুলিশের এসআই মানিক জানান, উপজেলার নীলপুর বাজারসংলগ্ন বাদুরতলী গ্রামের মাদক ব্যবসায়ী জাবেরের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে– এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জাবেরের বাড়ির উঠানে পৌঁছলে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যবসায়ী জাকির ও ফারুককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী জাবের ও ফারুকের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের শনিবার আদালতে সোপর্দ করা হবে।
|