শিরোনাম: |
নিজ বাড়ির পুকুর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে মো: জহিরুল ইসলাম খলিফা (৩৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার গলাচিপা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। জহির ওই গ্রামের মৃত রুহুল আমিন খলিফার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন জহির। কালিকাপুর মাদরাসা সংলগ্ন বাজারে তার একটি দোকান ছিল। ঘরের লোকজন মনে করে হয়তো জহির দোকানে ঘুমাতে গেছে। রোববার সকালে বাড়ির লোকজন জহিরের লাশ পুকুরে ভাসতে দেখে এবং দোকানের চাবি, মোবাইল ফোন ও ব্লুটুথ পুকুরের সিড়িতে পাওয়া যায়। পরে গলাচিপা থানা পুলিশে খবর দেয়া হলে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করা যায়নি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। |