শিরোনাম: |
ভটভটি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভটভটি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন এক গৃহবধূ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চকঘোড়াপাখিয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর মদিনাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে মুখলেসুর রহমান মুকুল (৫৫)। তবে তাৎক্ষণিকভাবে মৃত ৫ বছরের শিশুটির নাম জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল অটোরিকশা নিয়ে সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভটভটি ও ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহন হন অটোরিকশাচালক মুকুল ও গৃহবধূ। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন এবং গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ও শিবগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলাম সোহাগ বলেন, শিবগঞ্জ উপজেলার চকঘোড়াপাখিয়া গ্রামে তসলিম উদ্দিন মাস্টারের বাড়ির সামনে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে মুকুল ও ৫ বছরের শিশু মারা যায়। নিহত মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। অপরদিকে শিশুটির মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যান।
|