মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯
শিরোনাম: রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন : বাংলাদেশ ন্যাপ       বাংলাদেশ এগিয়ে যাওয়ার গল্প নিয়ে হার্ভার্ডে গোলটেবিল আলোচনা        সড়ক দুর্ঘটনা: প্রাণহানিতে রাষ্ট্র নির্বিকার ..........আ স ম রব        জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে থাকছে       দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সৈয়দপরে : মির্জা ফখরুল        বঙ্গবন্ধু হত্যার বৈধতা দিয়েছিল বিএনপি: শ ম রেজাউল করিম       ইবিতে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানো' শীর্ষক কুইজ প্রতিযোগিতা       
ভটভটি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ১১:০২ এএম |

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভটভটি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন এক গৃহবধূ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চকঘোড়াপাখিয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর মদিনাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে মুখলেসুর রহমান মুকুল (৫৫)। তবে তাৎক্ষণিকভাবে মৃত ৫ বছরের শিশুটির নাম জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল অটোরিকশা নিয়ে সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভটভটি ও ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়।
 

গুরুতর আহন হন অটোরিকশাচালক মুকুল ও গৃহবধূ। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন এবং গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ও শিবগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলাম সোহাগ বলেন, শিবগঞ্জ উপজেলার চকঘোড়াপাখিয়া গ্রামে তসলিম উদ্দিন মাস্টারের বাড়ির সামনে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে মুকুল ও ৫ বছরের শিশু মারা যায়। নিহত মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। অপরদিকে শিশুটির মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যান।






আরও খবর


Chief Advisor:
A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury
Sub-Editor: S N Yousuf

Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614
E-mail :[email protected], [email protected], Web : www.71sangbad.com