বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৭:১২ পিএম |

স্বরূপকাঠিতে ম্যাজিক গাড়ি ও ইজিবাইক চালকদের দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে মো. নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই সময় ওই ঘটনায় তার ছোট ভাই মো. জবেদ মোল্লা আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সীমান্তবর্তী পূর্ব জৌসার গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।


এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্লা বাদী হয়ে চার জনকে নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাগরকান্দা এলাকায় ম্যাজিক গাড়ির চালকরা জৌসার এলাকার এক ইজিবাইক চালককে মারধর করে। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যায় ওই গ্রামের সরকারবাড়ি এলাকায় দুইপক্ষ মারামারিতে লিপ্ত হয়। নুরুল ইসলাম ও তার ভাই জবেদ মোল্লা মারামারি থামাতে যান।


ঘটনার সময় আহত জবেদকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে নুরুল ইসলামকে না পেয়ে খুঁজতে গিয়ে তাকে ঘটনাস্থলের পাশে কলাবাগানের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত নুরুল ইসলাম ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামি ধরতে পুলিশি অভিযান চলছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com