শিরোনাম: |
নীলগিরিতে পুরোদমে শুরু হল মেরিয়টের পাঁচতারা হোটেল ও বিনোদন পার্কের কাজ
![]()
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৭:২২ পিএম আপডেট: ১২.০৯.২০২০ ৭:২৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 244
|
![]() নীলগিরিতে পুরোদমে শুরু হল মেরিয়টের পাঁচতারা হোটেল ও বিনোদন পার্কের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ডিভিশন ও ৬৯ ব্রিগেড এবং আর্মি ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর সাথে সিকদার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আর এন্ড আর হোল্ডিংস লিঃ এর যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট এর সাথে আর এন্ড আর হোল্ডিংস লিঃ এর ৩৫ বছরের লীজ ও প্রফিট শেয়ারিং চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। অনিন্দ্য সুন্দর প্রকৃতির লীলাভূমি পাহাড় ঘেরা এই নীলগিরি বান্দরবান থেকে ৪৭ কিঃমিঃ দক্ষিণ- পূর্বে চিম্বুক থানচি রুটে অবস্থিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটা হবে দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটকদের তীর্থ কেন্দ্র। মূল হোটেলের সাথে এখানে আরও থাকবে ১২টি পৃথক ভিলা। পর্যটকদের জন্য থাকবে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাবার জন্য অত্যাধুনিক ক্যাবল কারের ব্যবস্থা। শিশুদের জন্য নানা রকম রাইড, সুইমিংপুলসহ থাকবে অন্যান্য বিনোদনের আয়োজন। শনিবার সকাল ১১:৩০ মিনিটে প্রকল্পের কাজ পরিদর্শন করেন আর এন্ড আর হোল্ডিংস লিঃ এর চেয়ারম্যান রিক হক সিকদার এবং ৬৯ ব্রিগডের মেজর খায়রুল। পরিদর্শনকালে জনাব রিক হক সিকদার জানান সেপ্টেম্বরের ২০২১ ইং এর মধ্যেই এটা পর্যটকদের জন্য উন্মুক্ত করা যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন আর এন্ড আর হোল্ডিংস লিঃ এর প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সেনাবাহিনী এবং আর এন্ড আর হোল্ডিংস লিঃ এর প্রতিনিধিগণ । |