শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
শিরোনাম: বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইন্টারন্যাশনাল ইসলামী ডেবিট কার্ড চালু       ফেঞ্চুগঞ্জের তজমুল আলী চত্বরে এমপি হাবিবের পক্ষে ইফতার বিতরণ       মিনিস্টারের ‘শত কোটি টাকার ঈদ উপহার’ অফারে একটি রেফ্রিজারেটর কিনে আরও একটি রেফ্রিজারেটর ফ্রি পেলেন মোঃ আসাদুজ্জামান সুমন       গ্যালাক্সি এ১৫ ৫জি - দুর্দান্ত সব ফিচার ও অসাম ডিসপ্লে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে       মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে       আইসিএসবি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত      
বগুড়ার শাজাহানপুরে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার,সাবান ও করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:০০ পিএম |


বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিভিন্ন স্থানে নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ, প্রতিরোধ ও জনসচেতনটা বৃদ্ধির জন্য মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার,সাবান ও লিফলেট বিতরণ করা হয়।মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকালে সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে আমরুল ইউনিয়নের বড়নগর,গোবিন্দপুর,বুড়ির ভিটা স্টীল ব্রীজ,রাজারামপুর,শাকাটিয়া,নগরহাট,ডেমাজানীসহ  বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে সকাল ১০টায় নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্য পরিষদের সদস্যদের নিয়ে কেক কেটে,পায়রা ও বেলুন উড়িয়ে সংগঠনের প্রথম প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এক ঝাঁক মেধাবী ও তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়ে ওঠা নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক চায়নাতে  অধ্যয়নরত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের  শিক্ষার্থী মোঃ রাসেল আহম্মেদ তার একান্ত সাক্ষাতকারে ৭১সংবাদকে বলেন,সমাজের অবহেলিত,নিপীড়িত,নির্যাতিত,গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, সেই সাথে মাদক,বাল্যবিবাহ,জঙ্গিবাদ,ইভটিজিং,সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনটা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বই,খাতা,কলমসহ আর্থিকভাবে সহায়তার উদ্দেশ্যে তাদের সংগঠনের পথচলা।এজন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সুমন সংগঠনের সাধারণ সম্পাদকের সাথে একমত পোষণ করে বলেন,মানবতার কল্যাণে তাদের সংগঠনের পথচলা,এবং তাদের সংগঠনের স্লোগান  সহযোগিতার প্রদীপ হাতে মানবতার কল্যাণে।এজন্য তিনি সমাজের বিত্তবান,গন্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,প্রশাসন,মিডিয়া,ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষকসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল তার সাক্ষাতকারে বলেছেন,ব্যক্তিগত সংগঠনের উদ্দোগ্যে এমন কর্মসূচি অবশ্যই প্রশংসার দাবি রাখে ।এজন্য তিনি সংগঠনের মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ^স্থ করেছেন।


এদিকে তরুণ স্বেচ্ছাসেবীদের এমন মহত ও যুগপযোগি কার্যক্রমকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। উক্ত মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার,সাবান ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্য পরিষদের মধ্য উপস্থিত ছিলেনঃ মামুনুর রশিদ,আহসান হাবীব রনি, আশিকুর রহমান,আব্দুল আলিম, আতিকুর রহমান, সোহেল রানা, তাসনীন আহম্মেদ তামিম, আসমাঊল হাসান হিমেল,সাধারণ সদস্য পরিষদের সদস্যদের মধ্যে চীন প্রবাসী মেহেদী হাসান ফারুক,শাহাদত জামান,জাকারিয়া,শামীম,মোহাব্বেস,নাদিম,সাদিক শাহ,রেজওয়ানুল হক, রাব্বি হাসান,মোঃ রবি,হাসান মাহমুদ,রুহুল আমিন,হাসান জোয়ারদার,আজিজুল হক,সাব্বির জোঃ, ,ফরহাদুল লিমন লিমন,তাকি,আসাদুল ,নাঈম জোঃ,নয়ন, সহ আরো অনেকে।






আরও খবর


Chief Advisor:
A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury
Sub-Editor: S N Yousuf

Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614
E-mail :[email protected], [email protected], Web : www.71sangbad.com