শিরোনাম: |
ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরে দেয়াল চাপা পড়ে দুই শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() ঝাউপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলাম মনজু জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন স্বপন, তার স্ত্রী সারজানা ও দুই শিশুপুত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত লোকজন দিয়ে মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিলেন। স্থানীয়রা বলছেন, শনিবার সারা দিন-রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে যে এতে মাটির ঘরের দেয়ালটি ধসে পড়ে এ দুর্ঘট্না ঘটেছে। এদিকে একই পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পার্বতীপুর থানার ওসি মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
|