শিরোনাম: |
নোয়াখালীতে এসব ঘটনা নতুন নয়!!
![]()
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ১২:১১ পিএম আপডেট: ০৬.১০.২০২০ ১২:৩১ পিএম | অনলাইন সংস্করণ Count : 269
|
![]() নোয়াখালীতে এসব ঘটনা নতুন নয়!! এদের বেশীরভাগই হচ্ছে উঠতি বয়সের ১৬ থেকে ২৪ বছর বয়সের তরুনরা, যারা বিভিন্ন রাজনৈতিক দল, মাদক চক্র, প্রভাবশালী ব্যবসায়ীর ছত্রছায়ায় থাকার কারণে এবং সঠিক বিচার না হওয়ার কারণে তারা বার বার অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। ফলে তাদের ঠেকানো যাচ্ছে না। মনে আছে সুবর্ণচরের ইউপি সদস্য রুহুল আমিনের কথা? তার কি বিচার হয়েছে? আজ তিনি ঠিকই জামিনে মুক্ত। উক্ত ঘটনা ঘটার এতদিনেও মামলা করার সাহস পায়নি ভূক্তভোগী পরিবার, এর কারণ যারা এসব কান্ড ঘটিয়েছে তারা আওয়ামীলীগেরই অনেক বড় নেতার আশ্রয়ে প্রশ্রয়ে লালিত, যার কারনে মামলা বা থানায় গিয়ে অভিযোগ করার সাহস নেই কারোরই। এই ঘটনায় এদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য ক্ষমতাসীনরা দায় এড়াতে পারেনা। বৃহত্তর নোয়াখালীর রাস্তাঘাট আপনার জন্য বিপদজনক, রাস্তাঘাটে আপনি আপনার স্ত্রী , বা বোনকে নিয়ে বের হলেও আপনাকে পড়তে হবে নানা বিড়ম্বনায়, এলাকার বখাটেরা আপনার গতিবিধি লক্ষ্য করে আপনার সাথে থাকা জিনিসপত্র লুট করবে, অনেক সময় আটকে রেখে ধর্ষণ এবং অনেক বড় অংকের টাকা দাবি করবে। লোকলজ্জা এবং আত্মসম্মানের ভয়ে আপনি সব কিছুই মেনে নিতে বাধ্য কারন তাদের পিছনে রয়েছে অনেক বড় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন গ্যাং এর হাত। রাস্তা দিয়ে বের হলেও দেখা যাবে বিভিন্ন গ্রুপের বাইক মহড়া। দামী দামী ব্রান্ডের বাইক চালিয়ে তারা শো ডাউন করে, তাদের এই টাকার উৎস টাও কারো অজানা নয়। এসব উঠতি বয়সের তরুনদের এমন নৈতিক অবক্ষয়ের পেছনে পারিবারিক শিক্ষা, তবে আইনের শাসন যদি না থাকে সেক্ষেত্রে পারিবারিক শিক্ষাও কাজ করবে না। কেননা বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যাওয়ার ফলে তারা আরো অপরাধ করায় উৎসাহী হয়, এবং আগের চেয়ে আরো বেশী অপরাধ কর্মে লিপ্ত হয়। লেখকঃ ফজলে রাব্বি স্নাতক শিক্ষার্থী, হেনান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়, চীন |