শিরোনাম: |
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।শুক্রবার বিকেলে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশার সাথে আরেকটি মাইক্রোবাসেরও সংঘর্ষ হয়।এতে অটোরিকশা ও মাইক্রোবাসের চার আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আরো একজন মারা যান।জেলা সদর হাসপাতালের চিকিৎসক এ বি এম মুসা বলেন, হাসপাতালে আনার পথেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। |