শিরোনাম: |
পান্থপথে গ্যাসলাইন লিকেজ সারাতে গিয়ে বিস্ফোরণের চারজন দগ্ধ
![]() |
![]() পান্থপথে গ্যাসলাইন লিকেজ সারাতে গিয়ে বিস্ফোরণের চারজন দগ্ধ গ্রীন রোড চৌরাস্তা এলাকায় পান্থপথ হামদদ ল্যাবরেটরির সামনের সড়কে রোববার বিকালে এ ঘটনা ঘটে।তিতাসের ধানমণ্ডি জোনের গাড়িচালক নীরব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে একটি গ্যাসলাইন লিকেজের খবর পেয়ে টেকনিশিয়ানরা ছুটে যান। টিমের সদস্যরা সেখানে গিয়ে গাড়ি থেকে নামামাত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিতাসের তিন সদস্য দগ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃতপক্ষে কিসের বা কি কারণে ঘটেছে, তা এখনও জানা সম্ভব হয়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। |