শিরোনাম: |
গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার তালেব মিয়ার ছেলে রাজু মিয়ার সাথে পাশের দমদমা লক্ষণপাড়ার ইলিয়াস আহমেদের মেয়ে নাসরিন বেগমের বিয়ে হয়। কয়েক মাস আগে রাজু বলদিপুকুর এলাকার এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ায় বাধা দেয়ায় শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রাজু স্ত্রী নাসরনিকে পিটিয়ে হত্যা করে। পরে ঘরের ছাদের বাঁশের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করেছি। এখন ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
|