শিরোনাম: |
পদত্যাগ করলেন রাবি রেজিস্ট্রার এম এ বারী
![]()
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৭:০৩ পিএম আপডেট: ৩১.১২.২০২০ ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ Count : 119
|
![]() পদত্যাগ করলেন রাবি রেজিস্ট্রার এম এ বারী তিনি জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার। শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতে সিন্ডিকেটে সভা ডাকা হয়। সিন্ডিকেট সভায় রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। এর আগে ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সককারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এম এ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভিসিকে নির্দেশ দেয়। পরে রেজিস্ট্রার পদত্যাগ না করায় ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে উপস্থিত হলে তোপের মুখে পড়েন। এক পর্যায়ে ওই সভা স্থগিত করেন ভিসি। এরপর থেকে নিজ দফতরে এম এ বারীকে দেখা যায়নি। এছাড়া জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং হলেও তিনি উপস্থিত হননি। পরে ৩০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিলে তা গৃহিত হয়। |