শিরোনাম: |
কিশোরগঞ্জে হাওড় কবি ইকবালকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান
![]() |
![]() কিশোরগঞ্জে হাওড় কবি ইকবালকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান এ সময় কবি আবেগ আপ্লুত হয়ে বলেন আমি প্রতিষ্ঠানের সবার নিকট চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন আমি বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এঁর স্বপ্নের হাওড় কে নিয়ে "সুশোভিত হাওড় " নামে যে কবিতার বইটি প্রকাশ হতে যাচ্ছে সেটি প্রকাশ হলে আমি নিজেকে ধন্য মনে করবো। ভবিষ্যতে হাওড় কে নিয়ে আরও বেশী বেশী কবিতা লিখে যাব। সকল সম্মানিত উপস্থিতি ও প্রিয় হাওড় বাসীর নিকট তার জন্য দোয়া কামনা করেন। |