শিরোনাম: |
মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১
![]() |
![]() মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্ব্যাস্থবিধি মেনে দেশের ৫ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার, সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় ’এ’ দাবায় অংশগ্রহণকারী খেলোয়াড়, জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ হতে ৫ জন খেলোয়াড় এবং দাবা ফেডারেশনের মনোনীত ৫ খেলোয়াড়সহ মোট ৪০ জন দাবা খেলোয়াড়কে এ ইভেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিযোগিতার খেলা ৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ তিন লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের আগামী ৮ ই জানুয়ারী শুক্রবারের মধ্যে তাদের অংশগ্রহণের সম্মতির কথা জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। |