শিরোনাম: |
মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১
![]()
প্রকাশ: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১, ৭:৩৪ পিএম আপডেট: ০৯.০১.২০২১ ৭:৩৯ পিএম | অনলাইন সংস্করণ Count : 127
|
মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১ মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামন্ট কমিটির চেয়ারম্যান জনাব কে, এম, শহিউল্যা। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার জোন-৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের চার কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান পলাশ, জাকির আহমেদ, আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও সজল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্ব্যাস্থবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, তিন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ৬ জন ফিদে মাস্টার ফিদে মাস্টার সুব্রত বিশ^াস, মোহাম্মদ জাভেদ, সেখ নাসির আহমেদ, মেহেদী হাসান পরাগ, সৈয়দ মাহফুজুর রহমান ও মোঃ সাইফ উদ্দীন। মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমসহ ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার খেলা ৮ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ মোট সাড়ে তিন লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে, যার মধ্যে চ্যাম্পিয়ন এক লক্ষ টাকা, রানার-আপ পঞ্চাশ হাজার টাকা ও তৃতীয় ত্রিশ হাজার টাকা পাবে। মহিলাদের জন্য পঞ্চাশ হাজার টাকার আলাদা পুরস্কার দেয়া হচ্ছে। আগামীকাল (রোববার) বিকাল ৩-০০ (তিন) টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। |