বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
১০ই জানুয়ারি,রবিবার বগুড়া জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,বগুড়া জেলা আওয়ামী লীগের সহঃসভাপতি টি জামান নিকেতা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু,সাগর কুমার রায়,জাকির হোসেন নবাবসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
৭১সংবাদ ডট কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।