শিরোনাম: |
মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১
![]() |
মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২১ এরা হলেনঃ সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও অনত চৌধুরী এবং মীর চেস ক্লাবের ক্যান্ডিডেট মাসআর নাইম হক। আজ (রোববার) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায়ঃ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ক্যান্ডিডেট মাস্টার সোহেলকে, ফিদে মাস্টার সুব্রত দেলোয়ার হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল মোঃ মাসুম হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার জামাল ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদে মাস্টার নাসির ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, ফিদে মাস্টার পরাগ মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, অনত মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন নুশরাত জাহান আলোকে পরাজিত করেন। ফিদে মাস্টার মাহফুজ গ্র্যান্ড মাস্টার জিয়ার সাথে, ক্যান্ডিযডেট মাস্টার শরীফ আন্তর্জাতিক মাস্টার মিনহাজের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার নাইম ক্যান্ডিডেট মাস্টার স্মরনের সাথে ড্র করেন। আগামীকাল (সোমবার) আজ তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) সকাল ১০-৩০ (সাড়ে দশ) টা হতে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে। |