শিরোনাম: |
বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে ইটের কংক্রিট বোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি বাজার এলাকার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেইলি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই নানিয়ারচর সেনা জোন, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা কবির হোসেন জানান, ইটের কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় বেইলি ব্রিজ নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। লাশগুলো উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। |