শিরোনাম: |
বাজুস প্রতি ভরিতে একহাজার ৯৮৩ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
![]() |
![]() বাজুস প্রতি ভরিতে একহাজার ৯৮৩ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ এর আগে গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ দাম বাড়ানোর এক সপ্তাহ পরই দাম কমে আগের দামে ফিরে গেল স্বর্ণ। এ দাম কমানোর ব্যাপারে বাজুস বলেছে, মহামারি করােনার দ্বিতীয় ঢেউ মােকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচলাবস্থা কাটাতে ও ভােক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে। |