শিরোনাম: |
ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই
![]()
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ৯:০৪ এএম আপডেট: ১৯.০১.২০২১ ৯:১৯ এএম | অনলাইন সংস্করণ Count : 404
|
![]() ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই। আমাদের দেশে কেবল আইন আছে কিন্তু তার যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ-দুর্নীতি বৃদ্ধির পাশাপাশি নির্যাতন-ধর্ষণ বেড়েই চলছে। ১৭ জানুয়ারি বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ ধারার কার্যালয়ে অনুষ্ঠিত ‘ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, মো. আবুল হোসেন, হাসান চৌধুরী, লায়ন সাবিত্রী দাস, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাজিয়া আহমেদ প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; কিন্তু পুলিশ-প্রশাসন নির্যাতক-ধর্ষকের দালাল হিসেবে কাজ করায় অন্যায়-অপরাধ ক্রমশ বেড়ে যায়। |