শিরোনাম: |
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
![]() |
![]() ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, মধ্যরাত থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এসময় ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ভোর ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে নোঙর করে রাখা হয় ৪টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান জিল্লুর রহমান। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় কয়েক পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক-কর্মচারী ও যাত্রীরা। |