শিরোনাম: |
টাইগারদের ক্রিকেটে ফেরার দিনটা দারুণ জয় দিয়ে শুরু
![]() |
![]() টাইগারদের ক্রিকেটে ফেরার দিনটা দারুণ জয় দিয়ে শুরু দী্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনে আবার আইসিসি ওয়ানডে লিগেও অভিষেক হয়েছে বাংলাদেশের। সেখানে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ অর্জন করলো ১০ পয়েন্ট! ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোকে পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকতে হবে। এমন লক্ষ্য নিয়ে মিরপুরে প্রথম ওয়ানডেতে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। যে দলটিতে অভিষেক হয়েছে ৬ জনের। সেই দলকে মাত্র ১২২ রানে রুখে দিলেও জয়টা দাপুটে ছিল না বাংলাদেশের। জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। অথচ একটা সময় বিনা উইকেটে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলে নিয়েছিল ৩৯ রান। দুই ওপেনারের মাঝে তামিম কিছুটা আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন। রয়ে-সয়ে খেলেন আরেক ওপেনার লিটন। ১৪তম ওভারে বামহাতি স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে আর থিতু হতে পারেননি লিটন। বোল্ড হয়ে ফিরে গেছেন ১৪ রানে। সাকিবের বদলে তিনে নামা শান্ত অবশ্য আস্থার প্রতিদান দিতে পারেননি। সেই আকিলের স্পিনে ঘায়েল হয়ে ফিরে গেছেন ১ রানে। তামিম আগলে খেলতে থাকলেও ব্যক্তিগত ৪৪ রানে করে বসেন ভুল। জেসনের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। স্টাম্প ভেঙে দিয়ে তাকে সাজঘরের পথ দেখিয়েছেন ডা সিলভা। এর পর সেট ব্যাটসম্যান ফিরলে মুশফিকুর রহিম-সাকিব আল হাসান মিলে এগিয়ে নিতে থাকেন দলকে। কিন্তু সাকিবকে বিদায় দিয়ে বাংলাদেশের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেন আকিল হোসেন। ১৯ রান করা সাকিব ফেরেন বোল্ড হয়ে। এর পর অবশ্য জয় পেতে কিছুটা সময় নিয়ে খেলতে থাকেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। এ দুজনের ব্যাটে বাংলাদেশ জয় নিশ্চিত করেছে ৩৩.৫ ওভারে। |