ইটনায় ১৯০ ভূমিহীন পরিবার পেল প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘর
কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার পেল ১৯০ টি ভূমিহীন অসহায় পরিবার। শনিবার সকালে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে একযোগে সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৭০ হাজার ঘরের চাবি বিতরনের উদ্ধোধন করেন।
ইটনায় ১৯০ ভূমিহীন পরিবার পেল প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘর
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে প্রধান মন্ত্রীর উদ্ধোধনের পরে ভূমিহীন পরিবারের মাঝে প্রতিকী চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ঈসমাহিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা , মুক্তিযোদ্ধা , গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ ছাড়াও রায়টুটি আড়ালিয়া ও সদর ইউনিয়নের আরুরা মজলিশ পর আবাসনে ২৭০ পরিবার কে ও চাবি হস্তান্তর।
৭১সংবাদ ডট কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।