শিরোনাম: |
মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০২১, সপ্তম রাউন্ডে ক্রিসেন্ট ক্লাবের জয়
![]() |
![]() মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০২১, সপ্তম রাউন্ডে ক্রিসেন্ট ক্লাবের জয় আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সপ্তম রাউন্ডের খেলা জাতীয় ক্রীড়া পরিষদের এন.এস.সি টাওয়ার অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।সপ্তম রাউন্ডের খেলায় ক্রিসেন্ট ক্লাব ৩-১ গেম পয়েন্টে গোয়ালন্দ দাবা ক্লাবকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ব্রাভো) ৩.৫-০.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ স্টার টিম ৩.৫-০.৫ গেম পয়েন্টে ব্যাকওয়ার্ড পনসকে, ফ্লেইম বয়েজ চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে ও ঢাকা চেস একাডেমি ৩-১ গেম পয়েন্টে জুম অটোকে পরাজিত করে। শাহনূর খান স্মৃতি সংসদ ১-০ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ হোসেন চেস টিমের বিরুদ্ধে, স্পোর্টস বাংলা ১-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (এলিট) বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ প্রাইম টিম ১.৫-০.৫ গেম পয়েন্টে শনিরআখড়া চেস ক্লাবের বিরুদ্ধে, গ্রাসরুট স্পোর্টস একাডেমি ১-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস টিমের বিরুদ্ধে, মোহাম্মদপুর চেস ক্লাব ১-০ গেম পয়েন্টে রংপুর চেস প্লেয়ার্স কল্যান সমিতির বিরুদ্ধে এগিয়ে রয়েছে। বিডি চেস ইন স্কুল এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (চ্যাম্পিয়নস) বিরুদ্ধে খেলছে। আগামীকাল (বুধবার) বিকেল ৩টা থেকে একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।এবারের এই লিগে রেকর্ড ৪২টি দল অংশ নিয়েছে। ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে দাবা দল গঠন করতে হয়েছে। লিগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ৯ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৮ জানুয়ারি শেষ হবে। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। ট্রফি ও মেডেলের পাশাপাশি চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রæপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে তিন দলের খেলোয়াড়দের উৎসাহিত করা হবে। |