শিরোনাম: |
চান্দিনায় ৬ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক
![]() |
![]() চান্দিনায় ৬ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক মঙ্গলবার(২৬ জানুয়ারী) বিকালে চান্দিনা বাস স্টেশন থেকে পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম(বার) এর সার্বিক দিক নির্দেশনায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে চান্দিনা থানা উপ - পরিদর্শক এস আই মো. গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের মাধ্যমে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের রণখোলা গ্রামের রফিকের ছেলে মোস্তফা মিঠু (২৬)কে ৬ লিটার চোলাই মদসহ আটক করে চান্দিনা থানা পুলিশ। আটক মোস্তফা মিঠু কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পুলিশ বাড়ির পেছনে খালেক মোল্লার বাসায় অস্থায়ীভাবে বসবাস করত। অপরদিকে একইদিন দুপুরে চান্দিনা বাস স্টেশন থেকে বাহারউদ্দিন (৫০) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী বাহারউদ্দিন টাঙ্গাইল জেলার বাসাইল থানার দক্ষিণপাড়া কাঞ্চনপুর গ্রামের হাফিজ ফকিরের বাড়ির মৃত হাফিজ উদ্দিনের ছেলে। এব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২ কেজি গাঁজা ও ৬লিটার চোলাই মদসহ আটক করা হয়। পরে আসামি দুজনকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। |