২৮জানুয়ারি-২০২১ইং, বৃহঃস্পতিবার,বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে "আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় হৃষ্টপুষ্ট করণে জনসচেতনতামূলক সেমিনার" অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,শেরপুর,বগুড়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,শেরপুর,বগুড়ার জনপ্রশাসন পদক প্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান পিএএ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সানজিদা হক, ভেট'স সোসাইটি অব বগুড়ার সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস , মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল,গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দবির উদ্দিন ও ইউপি সদস্য মোঃ নূরুল ইসলাম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ এবং ৫০জন খামারি উপস্থিত ছিলেন।
|