শিরোনাম: |
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ
![]() |
![]() চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ রোববার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার প্রধান নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অফিসের চেয়ার-টেবিল ভাংচুর, ব্যানার ও পোস্টারে আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ধানের শীষের প্রার্থী শাহজাহান কবীর অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা শেষে সন্ধ্যায় অফিসে এসে বসেছিলাম। এ সময় মোটরসাইকেলযোগে ৫০-৬০ জন দুর্বৃত্ত আমাদের নির্বাচনী অফিসে ঢুকে অতর্কিত হামলা চালায়। অফিসের চেয়ার-টেবিলসহ সব ধরনের আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।আগুনে পুড়িয়ে দেওয়া হয় ব্যানার ও পোস্টার।শাহজাহান কবীর বলেন, হামলার সময় আমরা পালিয়ে যাওয়ায় কেউ আহত হয়নি।এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। |