শিরোনাম: |
করোনা টিকার উদ্ধোধন
ইটনায় প্রথম টিকা নিলেন ডাঃ অতিশ দাস রাজিব, দ্বিতীয় ওসি মুর্শেদ জামান বিপিএম
![]() |
![]() ইউএনও নাফিসা আক্তার বলেন দেশের নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা অতিদ্রুত সময়ে বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করেছেন। ডাঃ অতিশ দাস রাজিব বলেন কোন গুজবে কান না দিয়ে দ্রুত সময়ে মধ্যে অনলাইনে ফরম পুরন করে উপজেলা বাসীকে টিকা নেওয়ার আহবান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কিশোর দাস, ডাঃ আবু হাসনাত সায়েম, ডাঃ তানভীর রহমান, ডাঃ আলেয়া ফেরদৌস তন্বী, মেডিকেল টেকনোলজিষ্ট মোফাজ্জল হোসেন, পরিসংখ্যান বিধ এনামুল হক, স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ। উদ্ধোধনী দিনে সর্বমোট ২০ জনকে করোনার টিকা দেওয়া হয়। |