শিরোনাম: |
ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার রেফারিজ ফুটবল টুর্নামেন্ট শুরু
![]() |
![]() ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার রেফারিজ ফুটবল টুর্নামেন্ট শুরু সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, পিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন কক্সবাজার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী ও অন্যান্য কর্মকর্তাগণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সোনাদিয়া ও বাঁকখালী দল। ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে বাঁকখালী দলকে ৩-০ ব্যবধানে হারায় সোনাদিয়া দল।এবারের এই প্রতিযোগিতায় কক্সবাজারের ৮০ জন রেফারি ৬টি দলের হয়ে অংশ নিয়েছেন। ছয়টি দল থেকে দুটি দল ফাইনাল উঠবে। খেলা হবে ফুটসাল টুর্নামেন্টের নিয়মে। ফুটবল রেফারিজ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল ও ১৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। |