শিরোনাম: |
ধানমন্ডিতে জয়নুল হক সিকদারের প্রথম জানাজা অনুষ্ঠিত সকাল ১০টা ৩০মিনিটে
![]() |
সিকদার গ্রুপ অব কোম্পানিজ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মরদেহ বহনকারী বিমানটি আজ শুক্রবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৫টা ১০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর ধানমন্ডিস্থ বাসভবনে। জয়নুল হক সিকদারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০মিনিটে ধানমন্ডিতে অবস্থিত জেড. এইচ. সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর শরিয়তপুরে অবস্থিত জয়নুল হক সিকদার প্রতিষ্ঠিত “জয়নুল হক সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়” মাঠ প্রঙ্গণে। এরপর শরিয়তপুরেই মায়ের কবরের পাশে দাফন করা হবে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর এবং বাংলাদেশের কিংবদন্তী শিল্প উদ্যোক্তা জয়নুল হক সিকদারকে। এর আগে বুধবার ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। |